Sylhet Today 24 PRINT

আম্পানের ক্ষতি কাটাতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো দেবে ইইউ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২০

সুপার সাইক্লোন আম্পানের ক্ষতি কাটিয়ে ওঠতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কোন প্রকার বিলম্ব না করেই ঘূর্ণিঝড় দুর্গত এলাকার জনগণকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই ঝড় এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সংকটের ওপর এটি আরও একটি সংকট।

কমিশনার আরও বলেন, ইইউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগণের তাৎক্ষণিক প্রয়োজনটি সনাক্ত করবে এবং মানবিক সহায়তার পাশাপাশি মহামারীর বিস্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও পদক্ষেপ নেবে।

কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতে এই দুঃখজনক ঘটনার খবর শুনে আমরা মর্মাহত হয়েছি। তিনি এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিতে দুঃখ ও শোক প্রকাশ করেন।

তিনি আরও জানান, এই ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ইইউ’র কোপার্নিকাস জরুরি ব্যবস্থাপনা সার্ভিস বাংলাদেশ ও ভারতকে স্যাটেলাইট ম্যাপ দিয়ে সহায়তা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.