Sylhet Today 24 PRINT

ইউনাইটেড হাসপাতালে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২০

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তদন্তে আগুনের কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতা তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার (২৭ মে) রাতেই এই কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিজি জানান, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যদের বিষয়ে বিস্তারিত না জানা গেলেও এতে বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারসহ ঘটনাস্থলে আগুন নির্বাপণে কাজ করা সদস্যরা রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতাল সংলগ্ন, (মূল ভবনের বাইরে) কোভিড আইসোলেশন ইউনিটে আগুন লাগে। আইসোলেশন ইউনিটে থাকা পাঁচজন রোগীর সবাই মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মাহাবুব এলাহী চৌধুরী (৫০)। তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন আর দু’জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

অন্যদিকে আগুনের ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরও তদন্ত করবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.