Sylhet Today 24 PRINT

অনলাইনে ট্রেনের সব টিকিট

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২০

করোনাভাইরাস মহামারীতে যাত্রী সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনে কোনো খাবার সরবরাহের ব্যবস্থা থাকছে না।

শনিবার (৩০ মে) রেলওয়ে ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিজ্ঞাপন

ট্রেনের শিডিউল সময়ের এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে উপস্থিত থাকতে হবে, যাতে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যায়।

মন্ত্রী বলেন, আগামীকাল আটটি আন্তঃনগর ট্রেন চালু হবে। ৩ জুন থেকে আরও ১১টি ট্রেন চলবে।

তিনি আরও বলেন, ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রি হবে এবং আগের শিডিউলেই ট্রেনগুলো চলবে।

রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, ইতোমধ্যে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.