Sylhet Today 24 PRINT

যাত্রী সংকটে আজ বিমানের সব ফ্লাইট বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২০

সীমিত পরিসরে অভ্যন্তরীণ তিনটি আকাশ ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কারণে বিমান আজ মঙ্গলবার ১২টি ফ্লাইটের সবগুলো বাতিল করেছে।

২ জুন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানান।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট আকাশপথে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়।

বেসরকারি দুটি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ার গতকাল ৬০ শতাংশের বেশি যাত্রী নিয়ে চলাচল করে। এদিন ইউএস বাংলার ৪টি ফ্লাইট বাতিল হয়। নভোএয়ারের কোনো ফ্লাইট বাতিল হয়নি।

বিমান গতকাল তাদের ১০টি ফ্লাইট বাতিল করে। এদিন ঢাকা-সৈয়দপুর-ঢাকা ফ্লাইটে ২৪ জন যাত্রী নিয়ে আসা-যাওয়া করে বিমান।

আজ বিমানের সব ফ্লাইট বাতিল হলো। তবে আজ দুপুরে ১২টা পর্যন্ত ইউএস বাংলা ও নভোএয়ারের কোনো ফ্লাইট বাতিল হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.