Sylhet Today 24 PRINT

আজ থেকে আরও ১১ জোড়া ট্রেন চালু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২০

নতুন করে আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন আজ বুধবার থেকে চালু হচ্ছে। সব মিলিয়ে আজ থেকে ১৯ জোড়া ট্রেন চলবে।

প্রথম দফায় গত রোববার থেকে চালু হওয়া আট জোড়া ট্রেনের পথে খুব একটা যাত্রাবিরতি ছিল না। আজ থেকে চালু হওয়া ১১ জোড়া ট্রেনে যাত্রাবিরতি তুলনামূলকভাবে কিছুটা বেশি হবে বলে রেলের কর্মকর্তারা জানান। এ ক্ষেত্রে ট্রেনে কম দূরত্বের যাতায়াত বাড়বে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে এখন ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে। স্টেশনে ভিড় এড়াতে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। কমলাপুর স্টেশনে প্রবেশের ক্ষেত্রে গতকাল মঙ্গলবারও কড়াকড়ি অব্যাহত রাখে রেল কর্তৃপক্ষ। প্রতিটি যাত্রীকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

বিজ্ঞাপন

স্বাভাবিক সময়ে রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ৫২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর গত রোববার থেকে সীমিত আকারে চালু হয়েছে। আগামী ১৫ দিন ১৯ জোড়া ট্রেন চালিয়ে দেখার পর সব কটি আন্তঃনগর ট্রেন চালু করা হতে পারে বলে রেলের কর্মকর্তারা জানান।

তারা বলছেন, রেলে প্রায় দুই শতাধিক লোকাল ও কমিউটার ট্রেন চলে। লোকাল ও কমিউটার ট্রেন চালু করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত লাগবে। এ ছাড়া স্বাভাবিক সময়ে সব ট্রেন বিমানবন্দর স্টেশনে থামে। উত্তরা, খিলক্ষেত, টঙ্গীসহ ঢাকার উত্তর অংশের অফিসগামী মানুষের একটা বড় অংশ ট্রেনে কমলাপুর–বিমানবন্দর পথে চলাচল করেন। এখন তা বন্ধ আছে।

রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর বিষয়ে চেষ্টা অব্যাহত থাকবে। লোকাল ও মেইল ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না।

প্রথম দফায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কোনো ট্রেন চালু হয়নি। এই দফায় তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দুটি চালু হতে যাচ্ছে।

রেলের কর্মকর্তারা বলছেন, ওই অঞ্চলের পথে চলাচলকারী ট্রেনে স্বাভাবিক সময়ে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়। অর্ধেক আসনে টিকিট বিক্রি করার পর মানুষের চাপ সামলানো যাবে কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা আছে।

সব মিলিয়ে ১৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলবে আজ থেকে। লোকাল ও মেইল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

ঢাকা–নোয়াখালী অঞ্চলের একমাত্র আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস আজ থেকে তা চালু হচ্ছে। এ ছাড়া খুলনা–চিলাহাটি পথের রূপসা, খুলনা–রাজশাহী পথের কপোতাক্ষ, রাজশাহী–গোয়ালন্দঘাট পথের মধুমতি ও চট্টগ্রাম–চাঁদপুর পথের মেঘনা এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু হচ্ছে আজ।

এর বাইরে বেনাপোল এক্সপ্রেস (ঢাকা–বেনাপোল), নীলসাগর এক্সপ্রেস (ঢাকা–চিলাহাটি), কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা–কিশোরগঞ্জ), কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা–কুড়িগ্রাম)।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে আমবাহী লাগেজ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী শুত্রবার থেকে তা চলবে। এই ট্রেন দিয়ে আমের পাশাপাশি সব ধরনের সবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য পরিবহন করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.