Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০২০

ফাইল ছবি

পদ্মা সেতুতে ৩১তম স্প্যান বাসানো হয়েছে। এতে মূল সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ‌্যমান হলো। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ২৫ ও ২৬ নম্বর পিলারের উপর স্প‌্যানটি বসানো হয়েছে। স্প‌্যানটির নাম ফাইভ-এ।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের আর মাত্র ১০টি স্প্যান বসানো বাকি রয়েছে। ৩১তম এ স্প্যানটিই ছিল শরিয়তপুরের জাজিরা প্রান্তে বসানোর শেষ স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এদিন সকালে আবহাওয়া বৈরি ছিল। এ কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩১তম স্প্যানটি নিয়ে পৌনে ৯টার দিকে রওনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই।

বিজ্ঞাপন

বেলা সাড়ে ১২টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যর স্প্যানটি নিয়ে শরিয়তপুরের জাজিরা প্রান্তে ভাসমান ক্রেনটি পদ্মা সেতুর ২৫ ও ২৬ নম্বর পিলারের কাছে পৌঁছায়। স্প্যান বসানোর জন্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন।

বেলা ১১টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে বিআইডাব্লিটিসি ও বিআইডব্লিউটিএ-কর্তৃপক্ষ।

দেওয়ান মো. আব্দুল কাদের জানান, এর আগে গেল ৩১ মে পদ্মা সেতুর ৩০তম স্প্যান পিলারের ওপর স্থাপন করা হয়। স্প্যানটি জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটিরওপর স্থাপন করা হয়।এতে দৃশ্যমান হয় সেতুর সাড়ে ৪ কিলোমিটার। আজ ৩১তম স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.