Sylhet Today 24 PRINT

রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন: হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২০

সারাদেশের হাসপাতালগুলোতে আইসিইউ ও বেড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাই কোর্ট।

আদালত বলেছেন, হাসাপতালগুলোর আইসিইউ'র জন্য সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থা থাকলে, রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?

বুধবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী সারা দেশের হাসপাতালগুলোতে আইসিইউ'র তথ্য ও আইসিইউ'র জন্য সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন ৭৩৫ টি আইসিইউ রয়েছে। করোনার চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৭টি হাসপাতাল প্রস্তুত করেছে সরকার। এই সময়ের মধ্যে ২৩৫টি আইসিইউ প্রস্তুত করেছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে সবকিছুই মনিটরিং করা হচ্ছে।

তখন আদালত বলেন, যদি মনিটরিং করা হয় তাহলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছে কেন? এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য রোববার  দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।

এর আগে গত ০৭ জুন সারাদেশে আইসিইউর কেন্দ্রীয় মনিটরিং রয়েছে কিনা তাও জানতে চেয়েছিলেন আদালত।

গত ৬ জুন করোনাকালীন সময়ের জন্য দেশের সব প্রাইভেট হাসপাতালের আইসিইউগুলোকে সরকারকে অধিগ্রহণের নির্দেশনা দিতে রিট দায়ের করা হয়। রিটে করোনা মোকাবিলায় অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশনা চাওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ রিট দায়ের করেন।

অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বলেন, করোনা আক্রান্তদের জন্য আইসিইউ সব থেকে গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে ভারতের তিনটি প্রদেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুসারে প্রাইভেট হসপিটালগুলো অধিগ্রহণ করেছে। বাংলাদেশেও সব প্রাইভেট হাসপাতালের আইসিইউগুলো অধিগ্রহণ করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। একই সঙ্গে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী বলেন, সেন্ট্রাল বেড ব্যুরো বিষয়টি হলো- সারাদেশে কোন হসপিটালে কয়টি বেড খালি আছে। কোথায় খালি নেই, তার সব তথ্য এক জায়গায় থাকবে। এ ব্যবস্থা চালু থাকলে রোগী ভর্তির আগেই জানতে পারবে কোথায় বেড খালি আছে। এতে করে রোগী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।

স্বাস্থ্য সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে এই রিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.