Sylhet Today 24 PRINT

রোগীদের সেবা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২০

সিলেটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক বলে অভিহিত করে ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রোগীদের ন্যুনতম সেবা দিতে অপারগতা জানালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল ও সীলগালা করে দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।

বিজ্ঞাপন



এমন মহামারী পরিস্থিতিতে ৫০ শয্যার অধিক হাসপাতাল গুলোকে সকল রোগীর চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তিনি।                      

এসময় তিনি আরও বলেন, সিলেটে সংক্রমণ বাড়ছে, তাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি নগরীর আরও দুটি বেসরকারি হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

দ্রুততার সঙ্গে নমূনা পরীক্ষার ফলাফল পেতে আরও পরীক্ষা বুথ ও পিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.