Sylhet Today 24 PRINT

বাজেট: প্রবাসীদের আয়ে এবারও দুই শতাংশ প্রণোদনা

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২০

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের আয়ে দুই শতাংশ হারে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। গত অর্থবছরেও এই খাতে প্রণোদণার হার দুই শতাংশ ছিল।

বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত অর্থবছরের বাজেটে প্রবাস আয় প্রেরণে দুই শতাংশ হারে প্রণোদনা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করা। এ পদক্ষেপের কারণে ২০১৯-২০ অর্থবছরের ১ মাস বাকি থাকতে রেকর্ড ১৬.৫৬ বিলিয়ন ডলার প্রবাস আয় অর্জিত হয়েছে। যা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিশেষ অবদান রাখছে।

তিনি আরও বলেন, তবে প্রধান প্রধান শ্রমবাজারে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবজনিত কারণে এবং বিশ্বব্যাপী জ্বালানী তেলের মূল্য হ্রাসের কারণে আগামী অর্থবছরে প্রবাস আয়ের প্রবৃদ্ধি শ্লথ হতে পারে। আগামী অর্থবছরেও এ খাতে দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.