Sylhet Today 24 PRINT

দীপনের স্মৃতির ‘দীপনপুর’ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০২০

রাজধানীর কাঁটাবনে অবস্থিত বুকশপ ক্যাফে ‘দীপনপুর’ বন্ধ হয়ে গেছে। তিন বছর ধরে ধারাবাহিকভাবে আর্থিক লোকসানের পর করোনার ধাক্কা সামলে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আকিবুল ইসলাম আকিব বন্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার থেকে দীপনপুরকে বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

২০১৭ সালে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের ৪৫তম জন্মদিনে যাত্রা শুরু করেছিল দীপনপুর। উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ধর্মীয় উগ্রবাদীদের হামলায় নিহত হন প্রকাশক দীপন। দীপনের মৃত্যুর পর তার সহধর্মিণী ডা. রাজিয়া রহমান জলি এগিয়ে আসেন স্বামীর স্বপ্ন বাস্তবায়নে। জাগৃতির হাল ধরেন তিনি, পাশাপাশি দীপনের স্মৃতি ও চেতনাকে ধরে রাখতে প্রতিষ্ঠা করেন ভিন্নধর্মী বুকশপ ক্যাফে ‘দীপনপুর’।

দীপনপুরের ব্যবস্থাপক আকিবুল ইসলাম আকিব বলেন, বইয়ের প্রতি মানুষের আগ্রহ খুবই কম। তিন বছর ধরেই লোকসানের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। আর করোনার তিন মাসে তো পুরোপুরিই লোকসান গুনতে হয়েছে। যার জন্য দীপনপুর চালু রাখা সম্ভব হয়নি।

প্রকাশক মোস্তফা সেলিম দীপনপুরের বন্ধের প্রতিক্রিয়ায় বলেন, ঢাকা শহরে মাত্র কয়েকটি বুক ক্যাফের একটি ‘দীপনপুর’। করোনার অপঘাতে দীপনপুর গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ডা. রাজিয়া রহমান। হায়! করোনা, আমাদের সব আলোঘর এমনি ঢেকে যাবে নিকষ অন্ধকারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.