Sylhet Today 24 PRINT

যে ৮ পণ্যের লাইসেন্স বাতিল করল বিএসটিআই

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২০

মান সনদ বা লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের আটটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

লাইসেন্স বাতিল হওয়া পণ্যের মধ্যে রয়েছে ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের ব্র্যান্ড।

এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, মঙ্গলবার (১৬ জুন) তাদের সার্টিফিকেশন কমিটির সভায় লাইসেন্সগুলো বাতিল করা হয়।

পণ্যগুলো হলো: সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ইফাদ সলিড গোল্ড ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, রংপুরের কোতোয়ালির গ্রীণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের বাসমতি ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের পিউরিভা ও রাইপ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিণ ট্রেড হাউজের টেস্টি ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ওকে ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের আরডি জুসিলা ও আর ডি ফজলি ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকস।

বিএসটিআই বিজ্ঞপ্তিতে বলেছে, বৈধ লাইসেন্স নেওয়ার আগে এসব পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.