Sylhet Today 24 PRINT

পুলিশ সুপার পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তার বদলি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০২০

বিসিএস (পুলিশ) ক্যাডারের ‌পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের কাউকে বদলি এবং কাউকে পদায়ন করা হয়েছে।

এসব পুলিশ কর্মকর্তা বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। তারা পদোন্নতি পেলেও পদ না থাকায় ইনসিটো হিসেবে স্ব স্ব জায়গায় কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.