Sylhet Today 24 PRINT

কামাল লোহানীর মৃত্যুতে স্পিকার ও সংসদ উপনেতার শোক

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০২০

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

শনিবার (২০ জুন) পৃথক শোকবার্তায় তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

বিজ্ঞাপন

শোকবার্তায় সংসদ উপনতা বলেন, কামাল লোহানীর মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গণে বিরাট শূন্যতা সৃষ্টি হলো।

এছাড়া কামাল লোহানীর মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কামাল লোহানী মারা যান। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত কয়েকদিন ধরে হাসাপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.