Sylhet Today 24 PRINT

করোনায় এক্সিম ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০২০

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম) সিনিয়র অফিসার তানভীর আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্যাংকটির মালিবাগ শাখায় কর্মরত ছিলেন।

এ কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের তথ্য মতে, এখন পর্যন্ত এক্সিম ব্যাংকের ২২ জন কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই জন কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে তানভীর আহমেদ মৃত্যুবরণ করলেন। করোনা আক্রান্ত ২০ জন কর্মকর্তাই নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দেশের সহস্রাধিক ব্যাংক কর্মকর্তা। এর মধ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় সর্বোচ্চ ৬ জন কর্মকর্তা হারিয়েছে সোনালী ব্যাংক।

এছাড়া দ্য সিটি ব্যাংকের ৩ জন, জনতা ব্যাংকের ২ জন, ডাচ-বাংলা ব্যাংকের ২ জন, রূপালী ব্যাংকের ১ জন, এনসিসি ব্যাংকের ১ জন, উত্তরা ব্যাংকের ১ জন, ন্যাশনাল ব্যাংকের ১ জন, অগ্রণী ব্যাংকের ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ১ জন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ১ জন, এক্সিম ব্যাংকের ১ জন এবং বাংলাদেশ ব্যাংকের ১ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

আক্রান্ত শনাক্ত হওয়া ছাড়াও গত কয়েক মাসে কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে মারা গেছেন বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.