Sylhet Today 24 PRINT

করোনা উপসর্গ নিয়ে সাবেক সাংসদ শাহজাহান আলীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২০

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহজাহান আলী তালুকদার (৬৫) আর নেই। করোনার উপসর্গ নিয়ে রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট উপজেলার মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান জানান, শাহজাহান আলী তালুকদারের করোনার উপসর্গ দেখা দিলে কয়েক দিন আগে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

শাহজাহান আলী তালুকদার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আইন পেশায় নিয়োজিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.