Sylhet Today 24 PRINT

ডা. জাফরুল্লাহকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে যান তিনি। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শওকত আরমান বিষয়টি নিশ্চিত করেন।

ডা. শওকত আরমান জানান, সোমবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্য হাসপাতালের ধানমন্ডি শাখায় আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। এসময় তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ডা. আব্দুল্লাহ আজ থেকে প্রতিদিনই একবার করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিবেন বলে জানান। তিনি অধ্যাপক আরমানকেও অবহিত করার জন্য অনুরোধ করেন।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে মানসিকভাবে উজ্জ্বীবিত দেখাচ্ছিল। তার শরীরের জ্বরও কমে গেছে। তবে এখনো দুর্বলতা রয়ে গেছে। তার শরীরে এন্টিবায়োটিক প্রদান এবং নিয়মিত কিডনি ডায়ালাইসিস অব্যাহত রয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.