Sylhet Today 24 PRINT

দুবাই থেকে দেশে ফিরলেন ১৫৩ জন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২০

দুবাইয়ে আটকে পড়া ১৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন।

বিশেষ ফ্লাইটটি ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, করোনার কারণে দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। দুবাই থেকে প্রত্যেক যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে আজ তৃতীয় ধাপে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইনস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.