Sylhet Today 24 PRINT

শিগগিরই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২০

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৃষ্ট শূন্য পদে শিগগিরই নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টে এজন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে নতুন নীতিমালা অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন করা হবে। স্নাতক ছাড়া কেউ আবেদন করতে পারবেন না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমে বলেন, ২৬ হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রস্তুত করতে প্রাথমিকের মহাপরিচালককে বলা হয়েছে। শিগগিরই নতুন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবো।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ সাংবাদিকদেরকে বলেন, এ মাসের শেষে বিজ্ঞপ্তি চূড়ান্ত করার চেষ্টা করছি। করোনার কারণে কাজে সমস্যা হচ্ছে। এ মাসে না পারলে পরের মাসে যেতে হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে রয়েছেন ১৮ হাজার শিক্ষক। তাদের বিষয়টি নিষ্পত্তি হলে আরও ১৮ হাজার পদ শূন্য হবে। সব মিলিয়ে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ৫৪ থেকে ৫৬ হাজার পদ শূন্য হবে আগস্টের মধ্যে।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.