Sylhet Today 24 PRINT

ঈদে চার জেলায় যাতায়াত বন্ধের প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২০

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদুল আযহার ছুটিতে দেশের চার জেলায় যাতায়াত বন্ধ রাখতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে একটি চিঠি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

কভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিটি বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, 'কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.