Sylhet Today 24 PRINT

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২০

মুক্তাগাছা-জামালপুর সড়কের মানকোনের রায়থুরা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩৫), তার স্ত্রী তাসলিমা আক্তার (৩১), তাদের মেয়ে লিজা আক্তার (১৩), টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাইদুল ইসলাম (৫৫), নজর মিয়া (৬০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), একই উপজেলার চেচুয়ার বাসিন্দা অটোরিকশা চালক আলাদুল মিয়া (৩৪)। নিহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মানকোনের রায়থুরা এলাকায় পৌঁছালে জামালপুর থেকে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.