Sylhet Today 24 PRINT

মিরপুরের শীর্ষ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

পল্লবী থানায় বোমা বিস্ফোরণের কয়েক দিনের মাথায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি), পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি তদন্ত, ওসি অপারেশনসহ মোট ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ, স, ম মাহাতাব উদ্দিনকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মিরপুরের ডিসি মো. মোস্তাক আহমেদকে বদলি করা হয়েছে প্রটেকশন বিভাগে।

একই আদেশে অপারেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলামকে পল্লবী জোনের এডিসি করা হয়েছে। এডিসি মো. মিজানুর রহমানকে অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফিরোজ কাউছারকে সহকারী পুলিশ কমিশনার ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টসে বদলি করা হয়েছে। এই বিভাগের এসি মো. শাহ কামালকে নিয়ে আসা হয়েছে পল্লবী জোনে।

বিজ্ঞাপন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে আনা হয়েছে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে।

পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুল মাবুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির আবু সাইদ আল মামুনকে পল্লবী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে আনা হয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ এমরামুল ইসলামকে। কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে জব্দ করা একটি ওজনযন্ত্রে লুকানো বোমা বিস্ফোরণে এক পুলিশ পরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছিলেন। ওই আসামিদের একজনকে আগেই ধরে নেওয়া হয়েছিল বলে তার স্বজনরা অভিযোগ করেছিলেন। এই ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদন হাতে আসার পর এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ডিএমপির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.