Sylhet Today 24 PRINT

সিনহার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বদল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০২০

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে। র‌্যাবের সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম তদন্তের দায়িত্বভার পেয়েছেন।

র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। আগে এই দায়িত্বে ছিলেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ।

আশিক বিল্লাহ বলেন, খায়রুল ইসলাম তদন্তে অত্যন্ত দক্ষ এবং ইতিপূর্বে বেশ কিছু স্পর্শকাতর মামলার তদন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি একজন নিপুণ পুলিশ কর্মকর্তা। এ জন্য তাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। তাই বলে এই নয় যে আগের তদন্তকারী কর্মকর্তা ভালো ছিলেন না।

কী কারণে পরিবর্তন করা হলো এই প্রসঙ্গে আশিক বিল্লাহ বলেন, তদন্তকারী কর্মকর্তা যেকোনো সময় পরিবর্তন হতে পারেন। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। নতুন তদন্ত কর্মকর্তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হয়েছে। তাকে অন্যান্য কর্মকর্তারা যথাযথ সহযোগিতা করছেন। এই পরিবর্তন অন্যভাবে দেখার সুযোগ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.