Sylhet Today 24 PRINT

অবশেষে জামিন পেলেন মজার স্কুলের চার স্বেচ্ছাসেবক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

পথশিশুদের নিয়ে কাজ করা মজার স্কুলের চার স্বেচ্ছাসেবক অবশেষে জামিন পেয়েছেন।  

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা সিএমএম আদালতে তাদের জামিন আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইউসূফ হোসেন এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- আরিফুর রহমান, হাসিবুল হাসান সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভ।

গত ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীতে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র থেকে ১০ শিশুকে 'উদ্ধার' করে পুলিশ। এ সময় আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা চার তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সেখানে থাকা মোবারক নামে এক শিশুর চাচা অভিযোগ করেন, তার ভাতিজাকে জোর করে আশ্রয়কেন্দ্রে আটকে রাখা হয়েছে। এই অভিযোগে তিনি মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। এরই ভিত্তিতে চারজনকে গ্রেফতারের পর দু'দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মোবারককে তার চাচার কাছে এবং অন্য ৯ শিশুকে পাঠানো হয় টঙ্গীর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে। এরপর থেকেই সেই চার স্বেচ্ছাসেবকের মুক্তির দাবীতে সোচ্চার হয়ে উঠে পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.