Sylhet Today 24 PRINT

ইতালি ও ফ্রান্সের সতর্কবার্তা প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৫

ফ্রান্স ও ইতালী বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদের জন্যে দেওয়া সতর্কবার্তা প্রত্যাহার করেছে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সোমবার (১৯ অক্টোবর) ঢাকায় বৈঠক শেষে ফ্রান্স ও ইতালির রাষ্ট্রদূতরা সাংবাদিকদের এ সতর্কবার্তা প্রত্যাহারের খবর নিশ্চিত করেন।

ইতালির রাষ্ট্রদূত মারিও প্লামা সাংবাদিকদের জানান, বাংলাদেশে ভ্রমণে ইতালির কোনো সতর্কবার্তা নেই। এর আগে স্থানীয়ভাবে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের বলেন, ফ্রান্স মনে করে বাংলাদেশের জন্য কোনো সতর্কবার্তার প্রয়োজন নেই।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ও ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী দুই রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান এখানে নেই। বিদেশি দুই নাগরিকের হত্যারহস্য উন্মোচন সময়ের ব্যাপার মাত্র।

মন্ত্রী জানান, ইতালির রাষ্ট্রদূত বৈঠকে বলেন, ইতালির জন্য সিজার তাভেলা হত্যাকাণ্ড দুঃখজনক। তবে বাংলাদেশ সফরে ইতালি তার দেশের নাগরিকদের জন্য কোনো সতর্কবার্তা জারি করেনি। নাগরিকদের বাংলাদেশ সফরে আসতে বলা হয়েছে। তারা চান হত্যাকাণ্ডের চলমান তদন্ত সুন্দরভাবে সমাধান হোক।

ফরাসি রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের তদন্ত শেষ হলেই ঘটনা সম্পর্কে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.