Sylhet Today 24 PRINT

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ জন বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোম্পানির ফতুল্লা অফিসের চার কর্মকর্তা ও চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আল মামুন এই তথ্য জানিয়েছেন।

বরখাস্ত কর্মকর্তারা হলেন, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও মানিক মিয়া।

বরখাস্ত কর্মচারীরা হলেন, জ্যেষ্ঠ সুপার ভাইজার মনিবুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া ও ইসমাইল প্রধান।

দায়িত্বে অবহেলার কারণে এই ৮ জনকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তাদের সেই কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২৭ জন মারা গেছেন। তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.