Sylhet Today 24 PRINT

মসজিদে বিস্ফোরণ : গ্যাস লিকেজের প্রমাণ পেয়েছে সিআইডি

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো শ‌নিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি।

ঘটনাস্থল প‌রিদর্শন করে সিআইডির ডিআইজি মাইনুল হাসান সাংবা‌দিকদের জানান, প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.