Sylhet Today 24 PRINT

কুকুর অপসারণ বন্ধে জয়া আহসানের রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর বেওয়ারিশ কুকুর স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।  বৃহস্পতিবার অভিনেত্রী জয়া আহসান এবং দুই প্রাণী কল্যাণ সংগঠন (অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার) যৌথভাবে জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।

রিটে বেওয়ারিশ কুকুর অপসারণ ও স্থানান্তরের বিষয়ে ডিএসসিসির সিদ্ধান্ত স্থগিতের আবেদন করা হয়।

আবেদনে তারা কুকুর স্থানান্তর ও ডাম্প করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিএসসিসির উদ্যোগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকার ও ডিএসসিসির কাছে তার ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে একটি রুল জারির অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন



রিট আবেদনের বরাত দিয়ে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, ‘প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না।’

তিনি জানান, ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইল ফেলে দেওয়া হয়েছে।

এই রিট আবেদনের বিষয়ে হাইকোর্ট আগামী সপ্তাহে শুনানি করতে পারেন বলে তিনি জানান।

ডিএসসিসির ভেটেরিনারি কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, কিছু কুকুর সমস্যা তৈরি করায় এবং তাদের বিরুদ্ধে ‘আপত্তি’ থাকায় সরিয়ে মাতুয়াইল স্থানান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.