Sylhet Today 24 PRINT

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২০

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের মামলার রায় ঘোষণার তারিখ আগামি ২৮ সেপ্টেম্বর  ধার্য করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন।

সাহেদের পক্ষে নাজমুল হোসেন, মনিরুজ্জামানসহ কয়েকজন আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি মর্মে সাহেদের খালাস চান তারা।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মামলাটিতে সাহেদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন রাষ্ট্রেরপক্ষের আইনজীবীরা।

১৫ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১১জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। এরপর আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ।

বিজ্ঞাপন

এর আগে ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজের বিচারক এ মামলার চার্জ গঠনের আদেশ দেন।

গত ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। এরপর ১৩ আগস্ট ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

উল্লেখ্য, ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।  অভিযানের শেষে ৭  জুলাই হাসপাতালের  উত্তরা ও মিরপুরের শাখা  দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

১৫ জুলাই ভোরে অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.