Sylhet Today 24 PRINT

ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরব থেকে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে সৌদিআরব সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুক টাইমলাইনে এ সংক্রান্ত একটি তথ্য শেয়ার করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, সৌদিআরবে ৪ দিন বর্ধিত ছুটি ছিলো, আজকেই খুলেছে। সৌদিআরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত (কোন 'ছাত্র অধিকার আন্দোলন' এটা জানার কথা নয়) ।

সৌদিআরব সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নীচের সিধান্তগুলো নিয়েছে,
১। আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।
২। বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট ৪ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
৩। ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলী মেনে কনসুলার সেবা প্রদান করা হবে ।

এরআগে সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছিলেন বাংলাদেশের পক্ষ থেকে ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরব সরকারকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু সৌদি আরবে সরকারি ছুটি থাকায় সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত দু'দিন ধরে প্রবাসীদের অনেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বিমানের টিকেট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় বিক্ষোভ করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.