Sylhet Today 24 PRINT

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এমপি আবুল হাসনাত আবদুল্লাহ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছেন তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।

তিনি জানান, মঙ্গলবার বিকেলের পর থেকে সাংসদের শ্বাসকষ্ট শুরু হয়।অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমতে শুরু করে। বাসায় অক্সিজেন দেয়া হয়। এক পর্যায়ে তা নব্বইয়ের নিচে নেমে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

একান্ত সচিব খায়রুল বলেন, হাসপাতালে চিকিৎসকরা বিভিন্ন রকম পরীক্ষা করেছেন। সেগুলোর ফলাফল পাওয়া গেলে ডাক্তাররা বিস্তারিত জানাবেন।

সপ্তম সংসদের প্রধান হুইপ ছিলেন হাসনাত আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের এই সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। বর্তমানে তিনি মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত জুন মাসে হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানা আরার মৃত্যু হয়। তাদের বড় ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.