Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু: ভারতীয় হাই কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২০

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে আমরা বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।

সোমবার (৫ অক্টোবর)  সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই নতুন হাই কমিশনার বাংলাদেশে পৌছান।

চেকপোস্ট থেকে ঢাকায় রওয়ানা হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব। উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আরও কিভাবে অংশীদারিত্ব বাড়ানো যায় সেটি নিয়ে আমি কাজ করব। বিশেষ করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো দুই দেশের মৈত্রী বন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্বের সঙ্গে বাংলাদেশের নৌ, সড়ক ও বাণিজ্য প্রসার গুরুত্ব পাবে।

চেকপোস্টে নতুন ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে-এ-আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী প্রমুখ।

উল্লেখ, সদ্য সাবেক ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হলেন এই ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশে হাই কমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.