Sylhet Today 24 PRINT

শান্তির জন্য সমাবেশ সারাদেশের শহীদ মিনারে

#হোক প্রতিবাদ ট্যাগ নিয়ে রুখে দাঁড়াচ্ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০১৫

রুখে দাঁড়াচ্ছে মানুষ। প্রতিদিনই কোথাও না কোথাও হাতে হাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ। জানিয়ে যাচ্ছে তাদের প্রতিবাদ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর মানবতার এই ডাকে সবাই নিজ নিজ অবস্থান থেকে নাশকতাকারি সন্ত্রাসিদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। প্রেসক্লাব, শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, সিলেটসহ সব জায়গার মানুষের একই দাবি- বাঁচাতে হবে মানুষ!

সাধারণ মানুষের মিলিত ক্ষমতা বোমাবাজদের চেয়েও অনেক বেশি প্রতিপাদ্যকে সামনে নিয়ে শান্তির জন্যে #হোকপ্রতিবাদ স্লোগানকে ধারণ করে শুক্রবার বিকেল তিনটা থেকে কেন্দ্রিয় শহীদ মিনার ঢাকা এবং সারাদেশের শহীদ মিনারগুলোতে হবে শান্তির জন্যে সমাবেশ। 

গণতন্ত্র পূণরুদ্ধারের নামে চলমান সহিংসতা, চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবেই জাগরণের ডাক দিচ্ছেন আয়োজকেরা।

উল্লেখ্য, অনলাইন মাধ্যমে হ্যাশট্যাগ সম্বলিত #হোকপ্রতিবাদ স্ট্যাটাসের মাধ্যমে অনলাইনে বোমাবাজ সন্ত্রাসিদের বিরুদ্ধে  কিছুদিন ধরেই আন্দোলন চলছে এবং ব্যাপক সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।



 



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.