Sylhet Today 24 PRINT

৮ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে ৮ নভেম্বর থেকে।

বুধবার (২১ অক্টোবর) সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর শের-ই বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন (২০২০ খ্রিস্টাব্দে ৫ম এবং মুজিববর্ষ ২০২০ উপলক্ষে বিশেষ অধিবেশন) আহবান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন বলেও জানান তিনি।

এর আগে ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল পাঁচটি। আর আইন পাস হয়েছে ছয়টি।

সাংবিধান অনুযায়ী এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.