Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় বেনাপোলে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরে পণ্য খালাস ও বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন।

বিজ্ঞাপন

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড ও বন্দর কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি হয় ভারত থেকে। শিল্প প্রতিষ্ঠানের শতকরা ৮০ ভাগ কাঁচামালসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি হয় এই বন্দর দিয়ে। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.