Sylhet Today 24 PRINT

এক সপ্তাহ বন্ধ থাকবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২০

ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক সব ধরনের লেনদেনের সেবাও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এমটিবি’র লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এই এক সপ্তাহে ব্যাংকের সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ইএফটি/ আরটিজিএস লেনদেন, পস/এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.