Sylhet Today 24 PRINT

চালু হলো কলকাতা-চেন্নাইয়ে ইউএস-বাংলার ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২০

ভারতের কলকাতা ও চেন্নাইয়ে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনা মহামারিতে সাত মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির অধীনে প্রথম ভারতে এ ফ্লাইট চালু করল সংস্থাটি। এর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু হলো।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২০১ ফ্লাইটটি কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সকাল ১০টা ৩৫মিনিটে চেন্নাইগামী বিএস২০৫ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১২ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি পর্যটন ছাড়া ৯টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের অনলাইন ভিসা দেওয়ার ঘোষণা দেয় দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.