Sylhet Today 24 PRINT

ঢাকা ও সিরাজগঞ্জের দুই আসনে ইভিএমে ভোট চলছে

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২০

ঢাকা-১৮ আসনের একটি কেন্দ্রে ভোটারের লাইন

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে। এবারে এই দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে দুই আসনে।

আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য হয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে এই আসনে উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ইসি জানিয়েছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ইভিএমের কারিগরি প্রস্তুতির মধ্যে এ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সব নির্বাচনী কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হয়েছে।

এ দুই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা বলছেন, নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র ও নির্বাচনী কার্যক্রম থাকবে সেসব স্থাপনা বন্ধ থাকবে। যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন তারা ছুটির আওতায় থাকবেন। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.