Sylhet Today 24 PRINT

৭৫ হাজার ভোট পেয়ে ঢাকা-১৮ আসনে আ’লীগ প্রার্থী বিজয়ী

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২০

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে মাত্র ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।  

নির্বাচনে জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার পেয়েছেন ৩২৫ ভোট, মাছ মার্কা নিয়ে গণফ্রন্ট থেকে কাজী মো. শহীদুল্লাহ পেয়েছেন ১২৬, ডাব মার্কা নিয়ে উমর ফারুক নামে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। এছাড়া মুহিবউল্লা বাহার (পিডিপি) বাঘ মার্কা নিয়ে পেয়েছেন ৮৭টি ভোট। মোট ভোট পড়েছে মাত্র ৮১ হাজার ৮১৮ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.