Sylhet Today 24 PRINT

বিশেষ মহলের ইঙ্গিতে হেফাজতের নতুন কমিটি: মুফতি ওয়াক্কাছ

সিলেটটুডে ডেস্ক  |  ১৫ নভেম্বর, ২০২০

‘বিশেষ মহলের ইঙ্গিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠিত হয়েছে’ বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলামের আমির সাবেক সাংসদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণে ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন আসকান টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক সাংসদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ বলেন, ‘হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী সাহেবের ইন্তেকাল হয়েছে। যার কারণে তার পদটি পূরণের দরকার ছিল। কিন্তু আজকে হাটহাজারীতে যে কমিটি পুনর্গঠন হয়েছে, তা বিষয়বস্তুতে ছিল না। শুধু আমিরের জায়গায় একজন আমির ঠিক করলেই হয়ে যেতো।’

ওয়াক্কাছ অভিযোগ করে বলেন, ‘আমি তো কেন্দ্রীয় নায়েবে আমির, ঢাকা মহানগর কমিটির প্রধান উপদেষ্টা। আমার সঙ্গে শুরুতেও কোনো আলোচনা করা হয়নি। এমনকি সম্মেলন পর্যন্ত বলা হয় নাই। কোনো চিঠিও দেওয়া হয় নি। এইভাবে অনেক আলেম বাদ পড়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘মনে হয় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেফাজতে ইসলামের ব্যাপকতা, সর্বজনীনতা ক্ষুন্ন করার জন্য বিশেষ মহলের ইঙ্গিতে করা হয়েছে। হেফাজতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা পদক্ষেপ। কারও ইঙ্গিতে এগুলো করা হয়েছে।’

২০ দলীয় জোটের শরিক দলের নেতা মুফতি ওয়াক্কাছ বলেন, ‘যারা চায় না এ দেশে উলামায়ে কেরাম একসঙ্গে থাকুক, কোরআনের কথা বলুক, তারাই এটা করিয়েছে বলে সন্দেহ হচ্ছে।’

উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গঠিত হেফাজতের নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে মুফতি ওয়াক্কাছকে। তবে কমিটিতে বাদ পড়েছেন আল্লামা আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মঈনুদ্দীন রুহিসহ অনেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.