Sylhet Today 24 PRINT

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ১ মাস

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২০

ব্যক্তি আয়করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে না জানানোর এক দিন পর এ প্রজ্ঞাপন জারি হলো।

প্রজ্ঞাপনে এনবিআর বলেছে, করোনাভাইরাসের কারণে অনেক করদাতাই সময়মতো রিটার্ন দাখিল করতে পারেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে সময় এক মাস বাড়ানো হয়েছে।

আইন অনুযায়ী, ৩০ নভেম্বর ছিল আয়কর রিটার্ন জমার শেষ দিন।

এর আগে রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছিলেন, আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে না।

এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, ‘রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বরই থাকছে। তবে নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না, তাদের জন্য সময় বাড়ানোর সুযোগ থাকবে।’

আইন অনুযায়ী নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানা করা হয়। সে বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, জরিমানার বিধান বাধ্যতামূলক নয়। করদাতা যথাসময়ে রিটার্ন জমা না দেয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.