Sylhet Today 24 PRINT

ভাসানচরের পথে দেড় সহস্রাধিক রোহিঙ্গা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের পথে রওনা হয়েছেন ১ হাজার ৬৪২ রোহিঙ্গা।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাতটি নৌযানে করে তাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন লেফটেনেন্ট কমান্ডার এমকে জামান শামীম।

তিনি বলেছেন, এছাড়াও দুটি জাহাজ, দুটি প্রহরা নৌকা ও চারটি দেশীয় নৌকা রয়েছে এই যাত্রায়।

গতকাল শাহ পরান ও শাহ মখদুম জাহাজে করে ১ হাজার ১৯টি লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার রোহিঙ্গাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। সেখানে বিএফ বেজ জহুরে তারা অবস্থান করেছিলেন।

ভাসানচরে বাংলাদেশ নৌবাহিনী তিন হাজার ১০০ কোটি টাকা সরকারি খরচে রোহিঙ্গাদের জন্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে।

গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতন শুরু হলে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেন। এর আগে নির্যাতনে শিকার হয়ে প্রায় তিন লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.