নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫৩

করোনাভাইরাস : শনাক্ত কমে বাড়লো মৃত্যুর সংখ্যা

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন রোগী ও এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭৮ জনের দেহে। যা পূর্বের ২৪ ঘণ্টায় ছিলো যথাক্রমে ১৩ ও ৭৬২ জনে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে  ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন হয়েছে।

একই সময়ে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

এছাড়া গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হল।

আপনার মন্তব্য

আলোচিত