Sylhet Today 24 PRINT

মাদক নিরোধ সম্ভব না হলে উন্নয়ন যাত্রা থমকে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ২০ জানুয়ারী, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মাদক সামাজিক ব্যাধী। এটি নিজের জীবনের সাথে একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা দুর্বার গতিতে চলছে। মাদক নিরোধ সম্ভব না হলে দেশের উন্নয়ন যাত্রা থমকে যাবে।’

বিজিবি কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে ‘মাদকদ্রব্য ’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গী দমনে যেমন আমরা সফল হয়েছি-মাদক নির্মূলেও সফল হতে হবে। সরকারের সদিচ্ছা রয়েছে, আমরা সফল হবো। আমরা এ যুদ্ধে জয়ী হবো। এ জন্য একযোগে কাজ করতে হবে। অন্যথায় নতুন প্রজন্ম পথ হারিয়ে ফেলবে। পুলিশ-বিজিবি-কোস্টগার্ড-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। মাদক নির্মূলে কঠোর হয়ে কাজ করতে হবে। জনপ্রতিনিধি, সমাজপতি নিজ নিজ অবস্থান থেকে সকলকে শপথ নিতে হবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার।’

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরোটলান্স নীতি অনুসরণে বিজিবি জব্দ করা বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের মাদক ধ্বংস করা হয়েছে। এতে এক কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫পিচ ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল বিভিন্ন ব্যান্ডের মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, এক হাজার ৭৩৬ লিটার বাংলা মদ, ১৬ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট, ৫ হাজার পাতা জুলিয়াম ট্যাবলেট ধংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫৩৫ কোটি ৫লাখ টাকা।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমেদ, সামরিক-বেসামরিক, বিচার বিভাগ ও শৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.