Sylhet Today 24 PRINT

ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিশ্বে ২য় কুবির আরাফাত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২১

শাওমির ‘এমআই কমিউনিকেশন’ অ্যাপসে বুধবার (২০ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিশ্বের কয়েক হাজার ফটোগ্রাফারকে পেছনে ফেলে আউটস্ট্যান্ডিং ২য় স্থান অর্জন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী আরাফাত তারিফ। সেই ছবি প্রদর্শিত হয়েছে শাওমির স্পেনিশ বিভিন্ন ব্রান্ড শপের বিলবোর্ডে।

বিশ্বব্যাপী মোবাইল কোম্পানি শাওমি যত ব্যবহারকারী রয়েছেন তাদের মধ্যে অ্যাপস ভিত্তিক ফটোগ্রাফি প্রতিযোগিতাটি আয়োজন করে শাওমি। মোট তিনটি এপিসোডের কনটেস্টটিতে বিশ্বের হাজার হাজার ফটোগ্রাফার অংশগ্রহণ করেন। এতে গ্রান্ড উইনার হিসাবে একজন এবং আউটস্ট্যান্ডিং উইনার হিসাবে ১০ জনকে বাছাই করা হয়। কন্টেস্টে বিচারক হিসাবে ছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কয়েকজন প্রসিদ্ধ ফটোগ্রাফার।

বিজ্ঞাপন

বিজয়ী হওয়ায় শাওমির পক্ষ থেকে আরাফাত তারিফ পাবেন পাবেন একটি সার্টিফিকেট, একটি রেডমি নোট নাইন প্রো হ্যান্ডসেট। বাংলাদেশ থেকে সিলেটের আরিফ জামান নামের অন্য আরেকজনও আউটস্ট্যান্ডিং দশের মধ্যে ছিলেন।

এর আগেও কুবির এই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিকে জনপ্রিয় করে তোলার জন্য যুক্ত হন ফটোগ্রাফিক সোসাইটি নামের একটি সংগঠনের সঙ্গে। যেটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.