Sylhet Today 24 PRINT

‘ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০২১

ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকাস্থ দূতাবাসে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতীয় হাই কমিশনার বলেন, ‘করোনা মোকাবিলায় দুই দেশ একই সঙ্গে কাজ করবে। ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই।’

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত শুধু একা করোনাভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা।’

স্বাস্থ্য সুরক্ষা ও করোনা পরিস্থিতির কারণেই ভারতে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু করতে সময় লাগছে। শিগগিরই এটি চালু হবে বলেও সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন দোরাইস্বামী।

এদিকে সীমিত পরিসরে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে উদযাপিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা। পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন ভারতীয় হাই কমিশনার। পরে জাতীয় সংগীতের মাধ্যমে দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ভাষণ পাঠ করে শোনানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.