Sylhet Today 24 PRINT

চার পা, তিন হাতের অদ্ভুত শিশুর জন্ম!

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২১

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চার’পা তিন হাত বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের কয়েক ঘণ্টা পরেই মারা গেছে শিশুটি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মহেশখালীর ইসরাত জাহান (২০) নামে এক গৃহিণীর গর্ভে শিশুটির জন্ম হয়।

শিশুটির বাবা জহির বলেন, গত ২৫ জানুয়ারি স্ত্রীর ব্যাথা শুরু হলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত সেবার জন্য চমেক হাসপাতালে পাঠায়। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে অপারেশনের মাধ্যমে স্ত্রীর ডেলিভারি হয়। অস্ত্রোপচারে শিশুটি পৃথিবীতে আলো দেখলেও আশ্চর্যজনক যে আমার সন্তানটি ৪ পা ও তিন হাত বিশিষ্ট। অদ্ভুত অসুস্থ শিশুটিকে আইসিওতে রাখলেও দুপুরের দিকে পৃথিবীর মায়া ছেড়ে সে চলে যায়।’
হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শিরিন আক্তার জাহান অস্ত্রোপচারের মাধ্যমে তার ডেলিভারি হয়।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিক উছ সালেহীন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে শিশুটির জন্ম হয়। মাত্র ২৮ সপ্তাহ বয়সী হওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে ধারণা আমাদের।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.