Sylhet Today 24 PRINT

অ্যামনেস্টির মানবাধিকার যুদ্ধাপরাধীদের পক্ষে : তুরিন আফরোজ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৫

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (আইএ) মানবাধিকার যুদ্ধাপরাধীদের পক্ষে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, আইএ যখন মানবাধিকারের কথা বলে, তখন তারা কেবল যুদ্ধাপরাধীদের মানুষ মনে করে। ৩০ লাখ শহীদ আর ধর্ষণের শিকার ৫ লাখ নারী, তাদের তারা মানুষ বলে মনে করে না। যদি মনে করতো তবে কেন সেসব বিষয়ে কোনো বিবৃতি নেই। তাদের জন্য তো কোনো জোরালো বক্তব্যও দেখতে পাইনা।

শুক্রবার (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে আইএ-এর প্রচারণার বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তুরিন আফরোজ বলেন, অ্যামনেস্টি তাদের ধৃষ্টতা ছাড়িয়ে গেছে। তারা মুক্তিযোদ্ধাদের বিচার চেয়েছে। যারা আত্ম নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় জীবন প্রাণ বাজি রেখেছেন। এটি একটি স্বীকৃত অধিকার। এজন্য তাদের অপরাধ কি, তা কিন্তু বোধগম নয়। কাজেই তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবান্তিত করার চেষ্টা করছে। সেটি একটি জঘন্য প্রয়াস।

তুরিন আফরোজ বলেন, মুক্তিযোদ্ধাদের বিচারের কথা যারা বলছেন, তারা রাজাকার হানাদার বাহিনীর ভাষায় কথা বলছেন। ভুলে যাবেন না, মুক্তিযোদ্ধারা বয়সের ভারে ন্যুজ কিন্তু নতুন প্রজন্ম এদের রুখে দিতে আরেকটি মক্তিযুদ্ধ ডেকে আনবে।

আইএ-এর একপেশে ও একচোখা মানবাধিকার চর্চার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তারপরও যদি তারা মনে করেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে-তবে আদালত খোলা রয়েছে, আইন খোলা রয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিচার করছি তার আর প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক মহল আজকে স্বীকার করে এ বিচারের মাধ্যমে বাংলাদেশ নির্দশন স্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে আইএ-এর সেক্রেটারি জেনারেলকে তাদের দেওয়া বিবৃতি প্রত্যাহারের দাবিতে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানান আয়োজক সংগঠনের সেক্রেটারি জেনারেল হারুণ হাবীব।

তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করেছে। কেননা, তারা মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয়ের উপর বিবৃতি দিয়েছে।

আইএ’র এ সেক্রেটারি জেনারেল সলীল শেঠীর কাছে লেখা ওই চিঠিতে বলা হয়েছে-অ্যামনেস্টি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল নয়। যেখানে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন এবং ৫ লাখ নারী ধর্ষণের শিকার হয়েছেন। পশ্চিমা বিশ্বের দেখানো পথেই মানবতাবিরোধী অপরাধের বিচার করেছে। কেননা, তারাও নুরেমবার্গ ট্রায়াল ও টোকিও ট্রায়াল করেছে।

তাই আইএ এর বিবৃতি প্রত্যাহার অথবা সংশোধন করার দাবিও জানানো হয়েছে চিঠিতে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, লে.জে. এম হারুণ অর রশীদ, আনোয়ার উল আলম শহীদ, সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.