Sylhet Today 24 PRINT

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ তিন রোহিঙ্গা ডাকাত নিহত

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ফাইল ছবি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তিন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলেন শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির ও তার ২ সহযোগী হামিদ ও জহির। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব মরদেহসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শাল বাগানস্থ পাহাড়ে ডাকাত দলের গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে টেকনাফ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ বিমান কুমার চন্দ্রাকারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালাতে থাকে। পরবর্তীতে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব ৩টি মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব টেকনাফ ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমান কুমার চন্দ্রাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির এবং তার বাহিনীর ২ সদস্য হামিদ ও জহির গোলাগুলিতে নিহত হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.