Sylhet Today 24 PRINT

‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপন বন্ধ চায় সংসদীয় কমিটি

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

সরকারি কর্মকর্তাদের জন্য পার্বত্য এলাকা শাস্তিমূলক কর্মস্থল-এমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন চায় সংসদীয় কমিটি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এ ধরনের অপপ্রচার বন্ধ করতে বলেছে।

কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপঙ্কর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দীপঙ্কর তালুকদার বৈঠকে প্রসঙ্গটি তোলেন। সম্প্রতি তাজা চায়ের বিজ্ঞাপনচিত্রে 'আপনাকে ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেবো' ডায়ালগটির প্রসঙ্গ টেনে ওই সংসদ সদস্য বলেন, এ ধরনের বিজ্ঞাপনে পার্বত্য অঞ্চলের বিষয়ে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পার্বত্য এলাকায় শাস্তিমূলক বদলি করা হয় বলে ধারণা প্রতিষ্ঠা পাবে। যার কারণে এ ধরনের বিজ্ঞাপন বন্ধ হওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘এসব প্রচারের কারণে এলাকার ওপর একটি বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। যেজন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, এ ধরনের প্রচারণা যাতে বন্ধ হয় তার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে।’

বৈঠকে কমিটি পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে নিজ নিজ আঞ্চলিক ভাষায় অভিজ্ঞ শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.