Sylhet Today 24 PRINT

শাহবাগে বিক্ষোভের চেষ্টাকালে আটক ১০

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগে জড়ো হন কিছু শিক্ষার্থীরা। তারা পরীক্ষার্থী পরিচয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন‌্য ১০ জনকে আটক করে তাদের হেফাজতে নেয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘তাদের সড়ক ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তারপরও তারা না সরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। ছাত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর তারা হামলা করেন। এ কারণে ১০ শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। তারা পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্থগিত হওয়া পরীক্ষা দ্রত নেওয়ার দাবি করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা তাদের পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগ, নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে স্থগিত পরীক্ষা নেওয়ার কথা বলা হলে তারা সড়ক ছাড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.